রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয়, কিভাবে চিকিৎসা দেওয়া হয় এবং কাদের কাছে গিয়ে আপনি আপনার কোমর ব্যথার সমাধান করবেন ও খরচ কেমন আসবে সকল কিছু প্রশ্নের সমাধান পাবেন আজকের এই পোস্টটিতে।
আজকে আপনারা এই পোস্টটিতে GM ফিজিওথেরাপি সহ রাজশাহীর সবচেয়ে ভালো ফিজিওথেরাপিস্টদের নাম, ঠিকানা এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এজন্য এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
পোস্ট সূচিপত্রঃ রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয়
- রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয়
- কোমর ব্যথা কি ও কেন হয়
- কোমর ব্যথা করার প্রধান কারণ সমূহ
- কোমর ব্যথার লক্ষণ এবং বিপদজনক অবস্থা চেনার উপায়
- কখন ফিজিওথেরাপিস্ট এর কাছে যাওয়া উচিত
- কোমর ব্যথা দূর করতে ফিজিওথেরাপি কতটা কার্যকর
- রাজশাহীতে কোমর ব্যথায় ফিজিওথেরাপি কতদিন করতে হয়
- রাজশাহীতে কোমর ব্যথার ফিজিওথেরাপি খরচ কত
- রাজশাহীতে রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার কি কি থেরাপি দেওয়া হয়
- রাজশাহীতে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের ঠিকানা ও যোগাযোগ
- পরিশেষে মন্তব্যঃ রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয়
রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয়
রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয় তা আপনারা অনেকেই না জানার কারণে বিভিন্ন জায়গায় সার্চ করে খোঁজাখুঁজি করে থাকেন। রাজশাহীতে এমন অনেক সেন্টার কোমর ব্যথার থেরাপি দিয়ে থাকে। কিন্তু আপনার কোমর ব্যথা ভালো করার জন্য প্রয়োজন সঠিক সেন্টার প্রয়োজন। যেখানে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে পারবেন। তাই আজকে আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে জানাবো, রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি জন্য কোন সেন্টার সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে।
রাজশাহীতে রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার যা অনেক ভালো এবং উন্নত মানের সার্ভিস রোগীদের দিয়ে থাকে। রাজশাহী এই রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বিশেষ কিছু থেরাপি দেওয়া হয়ে থাকে। এই সেন্টারটি একজন অভিজ্ঞ এবং দক্ষ Dr. GM Shamim PT সার্ভিস প্রদান করে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক যদি আপনি এই রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার চিকিৎসা নেন। তাহলে কি কি সুবিধা কি কি সুযোগ-সুবিধা পাচ্ছেন জেনে নেওয়া যাক। নিচে তালিকা করে দেওয়া হলোঃ
- কোমর ব্যথার আধুনিক থেরাপি
- ইলেক্ট্রোথেরাপি
- হ্যান্ড থেরাপি
- এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের পরামর্শ
কোমর ব্যথা কি ও কেন হয়
কোমর ব্যথা কি ও কেন হয় তা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না। বর্তমানে কমবেশি অধিকাংশ মানুষের এই কোমর ব্যথা সমস্যা দেখা দিয়ে থাকে। কোমর ব্যথা সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটি হচ্ছে স্থায়ী আর অপরটি হচ্ছে অস্থায়ী। কেন না কোমরে কমবেশি সকলের ই হয়ে থাকে কারো কম আবার কারো বেশি। কোমর ব্যথা সাধারণত কোমরের নিচের অংশ থেকে হয়ে থাকে আবার মাঝেমধ্যে কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে গিয়ে থাকে।
কোমর ব্যথা মানুষের জীবনে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে যখন কোমর ব্যথা করে তখন অনেকেই এই বিষয়ের উপর গুরুত্ব দেয় না। কিন্তু এই সমস্যা সমাধান না করার ফলে দিন দিন আপনার কোমরের সমস্যা বাড়তে থাকতে পারে। কোমর ব্যথা হওয়ার কারণ কি? যেসব কারণে কোমর ব্যথা হয়ে থাকে যেমনঃ ভারী ওজন উঠালে, হারমোনের সমস্যা, বেশি বয়স হওয়ার ভয়ে ইত্যাদি বিভিন্ন কারনে এই সমস্যা হতে পারে। এই সময়তে আপনার প্রয়োজন একজন ভালো ফিজিওথেরাপিস্টের, যা আপনি পাবেন। রাজশাহীতে রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে এখানে অনেক ভালো থেরাপি দেওয়া হয়ে থাকে।
হাঁটু ও কোমড় ব্যথা—বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস, ডিস্ক প্রল্যাপ্স, সায়াটিকা, বা ক্রনিক মায়োফেশিয়াল পেইন—এই সব সমস্যায় আধুনিক ও সমন্বিত চিকিৎসায় নিচের থেরাপিগুলোর গুরুত্ব বেড়ে গেছে। নিচে প্রতিটির ব্যাখ্যা দেওয়া হলো:
🔹 ১. Osteopathy এবং Chiropractic Therapy
🔧 কিভাবে কাজ করে:
Osteopathy ও Chiropractic দুটি হাতের সাহায্যে কাঁধ, কোমর, মেরুদণ্ড, ও জয়েন্টের ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট ও মবিলাইজেশন করে।
Osteopathy পুরো শরীরের মেকানিক্স ও রক্তপ্রবাহে গুরুত্ব দেয়।
Chiropractor মেরুদণ্ড, স্নায়ু ও মাংসপেশির biomechanical alignment ঠিক করে।
✅ উপকারিতা:
জয়েন্ট মোশন বাড়ায়, tight fascia বা muscle release করে।
স্নায়ুর ওপর চাপ কমিয়ে ব্যথা, জ্বালা ও অবশভাব কমায়।
Posture ঠিক করে, ফলে দীর্ঘমেয়াদে ব্যথা কমে।
🔹 ২. Medical Ozone Therapy
⚙ কিভাবে কাজ করে:
O₃ গ্যাস বা ওজোন রক্তে মিশিয়ে বা ইনজেকশন আকারে প্রয়োগ করা হয়।
এটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-সেপ্টিক, ও অক্সিজেনেশনে সহায়ক।
✅ উপকারিতা হাঁটু/কোমড় ব্যথায়:
জয়েন্টে প্রদাহ (inflammation) কমায়।
cartilage ক্ষয় ও oxidative stress হ্রাস করে।
Microcirculation বাড়িয়ে tissue healing ত্বরান্বিত করে।
📌 ব্যবহার: Knee OA, lumbar disc herniation, sacroiliac joint dysfunction ইত্যাদি।
🔹 ৩. Shockwave Therapy (ESWT)
⚙ কিভাবে কাজ করে:
High-frequency sound waves প্রয়োগ করে টিস্যুতে মাইক্রো-ইনজুরি সৃষ্টি করে healing activate করে।
✅ উপকারিতা:
Chronic tendon pain, ligament injury, bursitis-এ দারুণ কার্যকর।
Collagen production ও নতুন capillary তৈরিতে সহায়ক।
Trigger point release করে, পেশি ও fascia স্বাভাবিক করে।
📌 ব্যবহার: Patellar tendinitis, trochanteric bursitis, SI joint pain, plantar fasciitis।
🔹 ৪. Frequency Specific Microcurrent (FSM)
⚙ কিভাবে কাজ করে:
নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির খুব হালকা ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে কোষে বায়োকেমিকাল পরিবর্তন আনা হয়।
✅ উপকারিতা:
ব্যথার pathways (C-fiber, dorsal horn) ব্লক করে দ্রুত ব্যথা উপশম।
Inflammation ও fibrosis কমায়।
Nerve irritation কমিয়ে regenerative effect তৈরি করে।
📌 ব্যবহার: Sciatica, discogenic back pain, arthritis, fibromyalgia।
🔹 ৫. PRP Therapy (Platelet-Rich Plasma)
⚙ কিভাবে কাজ করে:
নিজের রক্ত থেকে প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা সংগ্রহ করে ইনজেকশন দেওয়া হয় জয়েন্টে বা টিস্যুতে।
এতে থাকে Growth Factors → টিস্যু পুনর্গঠন ও প্রদাহ হ্রাস করে।
✅ উপকারিতা:
Cartilage regeneration করে।
Ligament ও tendon injury-তে healing ত্বরান্বিত করে।
OA-এর early বা moderate stage-এ বিশেষ কার্যকর।
📌 ব্যবহার: Knee osteoarthritis, meniscus injury, SI joint pain, ligament tear, lumbar facet syndrome।
✅ তুলনামূলক বিশ্লেষণ:
থেরাপি কাজের ধরন হাঁটু/কোমড় ব্যথায় উপকারিতা
Osteopathy / Chiropractic Alignment, manual therapy Joint mobility, nerve decompression
Medical Ozone Anti-inflammatory, regenerative Inflammation কমায়, cartilage হিলিং
Shockwave Acoustic healing stimulation Chronic tendon/bursitis পেইনে কার্যকর
FSM Therapy Cellular bioelectrical healing Pain modulation, nerve support
PRP Biological regeneration Growth factor দিয়ে টিস্যু রিজেনারেশন
🎯 কাকে কখন ব্যবহার করা হয়?
অবস্থা সবচেয়ে উপযোগী থেরাপি
Disc প্রল্যাপ্স, সায়াটিকা FSM + Ozone + Chiropractic
Knee arthritis (early/moderate) PRP + Shockwave + Ozone
Chronic muscular or fascial pain FSM + Shockwave + Osteopathy
SI Joint dysfunction Chiropractic + Ozone + FSM
কোমর ব্যথা করার প্রধান কারণ সমূহ
কোমর ব্যথা করার প্রধান কারণ সমূহ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। কোমরে ব্যথা হওয়ার কিছু কারণ লুকিয়ে থাকে। যেগুলো আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ভুল করার ফলে হয়ে থাকে যেমনঃ চলাফেরা, শারীরিক গঠন এবং কাজের সঠিক নিয়ম না জানার কারণে হয়ে থাকে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন কারণে আমাদের কোমরে ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এজন্য এই পোস্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
আপনি যদি দীর্ঘ সময় এক জায়গায় সঠিক নিয়মে বসে অথবা শুয়ে না থাকেন। তাহলে আপনার এই কোমর ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এমনকি আপনার যদি ভারী কাজ করার অভ্যাস না থাকে এবং আপনি যদি হঠাৎ করে কোন ভারী জিনিস তুলেন। তাহলে আপনার এই সমস্যা দেখা দিবে এজন্য অবশ্যই সব সময় শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম করার চেষ্টা করবেন। এরপরে আপনি আপনার কোমর ব্যথা থেকে রক্ষা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন কারণে কোমর ব্যথা দেখা দিয়ে থাকে।
কোমর ব্যথার লক্ষণ এবং বিপদজনক অবস্থা চেনার উপায়
কোমর ব্যথার লক্ষণ এবং বিপদজনক অবস্থা চেনার উপায়, কমবেশি আমাদের অনেক সময় কোমর ব্যথা হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ কোমর ব্যথা সাধারণ কারণে হয়ে থাকে। কিন্তু কিছু কিছু সময় আর এমন কিছু ব্যথার লক্ষণ আছে যেগুলো আপনার পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন ফেলতে পারে। তাই আজকে আমরা আপনাদের জানাবো এই পোস্টটিতে কিভাবে আপনারা বুঝবেন যে কোমর ব্যথা হলে কখন বিপদজনক অবস্থায় যেতে পারে।
কিছু কিছু ব্যথা আছে যেগুলো শুধুমাত্র কিছু সময়ের জন্য কোমরে ব্যথা হয়ে থাকে। এসব ধরনের কোমর ব্যথা সাধারণ কিছু সমস্যার কারণে হয়ে থাকে। আর যে ব্যথা আপনার কোমর থেকে শুরু করে পায়ের দিকে ছড়িয়ে পড়ে। এই ব্যথা আপনার জন্য বিপদজনক হতে পারে, বিপদজনক ব্যথা গুলো হল যেমনঃ কোমর ব্যথা সহ ঝিনঝিন করা, কোমরের নিচের দিকে ব্যথা করা, জ্বর সহ কোমর ব্যথা করা ইত্যাদি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কোমর ব্যথার খারাপ লক্ষণ চিনবেন।
কখন ফিজিওথেরাপিস্ট এর কাছে যাওয়া উচিত
কখন ফিজিওথেরাপিস্ট এর কাছে যাওয়া উচিত তা আপনারা অনেকেই জানেন না। বর্তমানে এখন অনেকেই শরীরের ব্যথা বা কোমরে ব্যথা সাধারণ ব্যথায় হিসেবে ভেবে থাকেন। কিন্তু এমন কিছু ব্যথা আছে যেগুলোর জন্য আপনার অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট এর প্রয়োজন হবে। কেননা আপনি যদি সঠিক সময়ে ফিজিওথেরাপিস্ট কাছে গিয়ে চিকিৎসা না নেই। তাহলে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমনঃ সেই ব্যথা দীর্ঘমেয়াদী এমনকি আরও বড় কোনো সমস্যার কারণ হতে পারে।
চলুন এবার যেয়ে নেওয়া যাক কোন সময়তে আপনার একজন ফিজিওথেরাপিস্ট বিশেষ প্রয়োজন হবে। যদি আপনার শরীরের ব্যথা ৭ থেকে ১০ দিনের বেশি হয়ে থাকে এবং মাংস ও হারে প্রচন্ড ব্যথা করে তাহলে আপনার অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট পরামর্শ নিতে হবে। এমনকি সেই ব্যথার কারণে আপনার যদি নাড়াচড়া হাঁটা সমস্যা দেখা দেই এবং শরীর ঝিমঝিম করা, জ্বর ও শরীরে ব্যথা ইত্যাদি কারণে অবশ্যই আপনাকে একজন ভালো ফিজিওথেরাপিস্ট এর কাছে যেতে হবে।
কোমর ব্যথা দূর করতে ফিজিওথেরাপি কতটা কার্যকর
কোমর ব্যথা দূর করতে ফিজিওথেরাপি কতটা কার্যকর আপনারা অনেকেই জানেন না। এজন্য আজকে আমরা এই পোস্টটিতে আপনাদেরকে জানাবো কোমর ব্যথা মুক্তি পাথা দূর করতে ফিজিওথেরাপি কতটা কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আপনি জানতে পারবেন যে কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
বর্তমানে এখন প্রায় প্রতিটি ঘরে ঘরে মানুষের এই কোমর ব্যথা সমস্যা দেখা দিয়ে থাকে। এই কোমর ব্যথা যেমন একটি সাধারণ কারণ হয়ে দাঁড়িয়েছে তেমনি এই কোমর ব্যথা মাঝেমধ্যে যন্ত্রণাদায়ক হয়ে পড়ে। কিন্তু মাঝেমধ্যে কিছু ওষুধ খাওয়ার পরে এই কোমর ব্যথার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু কিছুদিন ওষুধ খাওয়ার পরে পরবর্তীতে এসব ধরনের ওষুধ আর কোন কাজে আসে না। ঠিক এই সময়তে আপনার শরীরের জন্য ফিজিওথেরাপি অনেক প্রয়োজন। কিন্তু আপনাকে অবশ্যই একজন ভালো থেরাপিস্ট বেছে নিতে হবে। রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয়? রাজশাহীতে রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আছে যেখানে অনেক ভালো চিকিৎসা দিয়ে থাকে।
রাজশাহীতে কোমর ব্যথায় ফিজিওথেরাপি কতদিন করতে হয়
রাজশাহীতে কোমর ব্যথায় ফিজিওথেরাপি কতদিন করতে হয়। একজন মানুষের কোমর ব্যথা শুরু হলে তার শরীর অনেকটাই দুর্বল করে ফেলে। কোমর ব্যথা কমানোর জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ঔষধ নিয়ে খেয়ে থাকি। কিন্তু এই ওষুধ খাওয়ার ফলে ভালো হয় কিন্তু কিছুদিন পরে অথবা কিছুক্ষণ পরে এই ব্যথা আবার শুরু হয়। কিন্তু আপনি যদি ফিজিওথেরাপি অর্থাৎ রাজশাহীতে রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে নেন। তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন। এখন অনেকেরই একটি প্রশ্ন থাকে ফিজিওথেরাপি নিতে কতদিন সময় লাগে?
আপনার যদি কোমরে ব্যথা সমস্যা সাধারণ ব্যাথার মত হয়ে থাকে তাহলে আপনি যদি ফিজিওথেরাপি নিন। তাহলে আপনার ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে। আর যদি আপনার দীর্ঘস্থায়ী এবং প্রচন্ড বেশি ব্যথা করে তাহলে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে। আপনি যদি সঠিক সময়কে কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি নিতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন। নিচে আরও বিস্তারিতভাবে দেওয়া হল কোন ব্যাথার জন্য কত দিন ফিজিওথেরাপি দিতে হবে সেগুলো হলোঃ
| ক্রম | ব্যথার ধরণ | প্রস্তাবিত ফিজিওথেরাপির সময়কাল |
|---|---|---|
| ১ | হালকা ব্যথা | ৫-৭ দিন |
| ২ | মাঝারি ব্যথা | ১০-১৫ দিন |
| ৩ | দীর্ঘস্থায়ী বা জটিল ব্যথা | ৩-৪ সপ্তাহ বা তার বেশি |
| ৪ | সার্জারির পরবর্তী ব্যথা | ১-২ মাস বা তার বেশি |
রাজশাহীতে কোমর ব্যথার ফিজিওথেরাপি খরচ কত
রাজশাহীতে কোমর ব্যথার ফিজিওথেরাপি খরচ কত জানার জন্য আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে খোঁজাখুঁজি করে থাকেন। তাই আজকে আমরা এই পোস্টটিতে আপনাদেরকে জানাবো যে রাজশাহীতে কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি নেওয়ার জন্য কত টাকা খরচ হতে পারে। ফিজিওথেরাপি খরচ সাধারণত নির্ভর করে আপনার ব্যথার উপর। একেক ধরনের ব্যথার জন্য একেক রকম বাজেট অর্থাৎ টাকা নেওয়া হয়ে থাকে। নিচে সকল কিছু বিস্তারিতভাবে তালিকা করে সাজিয়ে দেওয়া হলোঃ
| ক্রমিক | ফিজিওথেরাপি সেবা | প্রতিটি সেশনের খরচ |
|---|---|---|
| ১ | সাধারণ কোমর ব্যথার চিকিৎসা | ৪০০ – ৬০০ টাকা |
| ২ | জটিল বা দীর্ঘস্থায়ী ব্যথার থেরাপি | ৭০০ – ১০০০ টাকা |
| ৩ | বাসায় গিয়ে চিকিৎসা সেবা | ১০০০ – ১৫০০ টাকা |
রাজশাহীতে রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার কি কি থেরাপি দেওয়া হয়
রাজশাহীতে রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার কি কি থেরাপি দেওয়া হয়। সে সম্পর্কে আপনারা অনেকে ই জানেন না। তাই আজকে আমরা আপনাদেরকে জানাবো যে রাজশাহী ফিজিওথেরাপি সেন্টারে কোন কোন থেরাপি দিয়ে থাকে। রাজশাহী ফিজিওথেরাপি সেন্টারে যেসব সার্ভিস দেয় যেমনঃ কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাটু, পুরুষের ব্যক্তিগত সমস্যা যেমন দ্রুত বীর্যপাত হওয়া, মহিলাদের ঘন ঘন প্রসাব ইত্যাদি। সকল বিষয়ে চিকিৎসা রাজশাহী রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার দেওয়া হয়ে থাকে। নিচে তাদের চিকিৎসার পদ্ধতি গুলো তালিকা করে সাজিয়ে দেওয়া হলোঃ
- ম্যানুয়াল থেরাপি
- থেরাপিউটি এক্সারসাইজ
- লেজার থেরাপি
- ক্রায়ো থেরাপি
- ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি
- পেলভিক চেয়ার স্টিমুলেশন
- সকল ধরনের ইলেকট্রন থেরাপি
- PRP থেরাপি
- Ozone থেরাপি
- বায়ো ফিজিক্যাল থেরাপি
- রিজেনারেটিপ থেরাপি
- অস্টিওপ্যাথি কাইরোপ্রাকটিক এডজাস্টমেন্ট
রাজশাহীতে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের ঠিকানা ও যোগাযোগ
রাজশাহীতে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের ঠিকানা ও যোগাযোগ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। তাই আজকে আমরা আপনাদেরকে রাজশাহীর সবচেয়ে ভালো সেন্টার কোনটি সে সম্পর্কে বিস্তারিত আজকের এই পোস্টটিতে জানাবো। এজন্য এ পোস্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি জানতে পারবেন যে রাজশাহীতে সবচেয়ে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের নাম কি এবং তার যোগাযোগ ঠিকানা সম্পর্কে?
যদি আপনি রাজশাহীতে অভিজ্ঞ এবং বিশ্বস্ত ফিজিওথেরাপিস্টের খোঁজ করে থাকেন। তাহলে আপনার জন্য Dr. GM Shamim PT হতে পারে একজন বিশ্বস্ত ফিজিওথেরাপিস্ট। নিচে সকল কিছু তথ্য বিস্তারিতভাবে দেওয়া হলো যে তার সেন্টারের নাম কি, তার যোগাযোগ ঠিকানা সম্পর্কে এবং তিনি কোথায় বসেন সকল কিছু তালিকা করে দেওয়া হলোঃ
- নামঃ Dr. GM Shamim PT
- প্রতিষ্ঠান নামঃ রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার রাজশাহী
- ঠিকানাঃ রাজশাহী ভদ্রা মোড়ের দক্ষিণ-পশ্চিম পাশে, রোড নাম্বার ১, বাসা নম্বর ৫৪৭, পদ্মা আবাসিক, ভদ্রা, চন্দ্রিমা, রাজশাহী
- গুগল ম্যাপঃ এখানে দেখুন
- ইউটিউব চ্যানেলঃ Dr. GM Shamim PT
- ফেসবুক পেজঃ drgmshamim
পরিশেষে মন্তব্যঃ রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয়
রাজশাহীতে কোমর ব্যথার থেরাপি কোথায় দেওয়া হয় সে সম্পর্কে আশা করি আপনারা এই পোস্টটি করে জানতে পেরেছেন। কেননা আজকে আমরা এই পোস্টটিতে আপনাদেরকে জানিয়েছি রাজশাহীতে কোথায় কোমর ব্যথার জন্য সবচেয়ে ভালো থেরাপিস্ট পাওয়া যায়। এমনকি আমরা আপনাদেরকে আজকে এই পোস্টটিতে জানিয়েছি রাজশাহীর কোন জায়গাতে সবচেয়ে ভালো কোমর ব্যথায় থেরাপি সেন্টার আছে। রাজশাহীর সবচেয়ে ভালো এবং অভিজ্ঞ থেরাপিস্ট Dr. GM Shamim PT। তার সকল কিছু ঠিকানা উপরে তুলে ধরা হয়েছে, আমাদের থেকে আর কোন প্রশ্ন জানা থাকলে নিচে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। 250456



0 Comments